Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি তথ্য সার্ভিস

কৃষি তথ্য সার্ভিস

 

যে কোন কৃষি বিষয়ক তথ্য পেতে উপসহকারী কৃষি কমকতাগন সদা সবদা আমাদের মাঝে আছেন। তারা প্রতিদিন কৃষির নতুন নতুন উদ্ভাবন সম্পকে আমাদের কে জানাচ্ছেন। ধান পাট গম সবজি ভূট্রা ইত্যাদি সকল ফসল বিষয়ে তারা আমাদের কে অবগত করছেন। এছাড়া উপজেলাধীন কৃষি অফিসের মাধ্যমে আমার সকল কৃষি বিষয়ে জানতে পারছি। এছাড়া কৃষি বিষয়ক তথ্য জানাতে তারা প্রতিটি ইউনিয় পরিষদে প্রতি রবিবার সোমবার  মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার সকাল ৯টা হতে ১১টা পযন্ত সকল ইউনিয়ন পরিষধে কৃষি বিষয়ক তথ্য তারা প্রদান  করে থাকেন। এছাড়া উপজেলা থেকে প্রতি সপ্তাহে কৃষি অফিসার নিজেএসে কৃষকদের মাঝে কৃষি বিষয়ক পরামশ পদাত সহ কৃষকের ফসল পরিদশন রোগ বালান নিনয় এবং তার পতিকার সম্পর্কে সকল কৃষক কে পরামর্শ প্রদান করে থাকেন। এছাড়া সকল উপসহকারী কৃষি কর্মকর্তার পরিচয় এবং তাদের মোবাইল নম্বর তাদের প্রদান করা হয় যাতে জরুরী ভাবে কোন পরামর্শ পেথে যে কোন কর্মকর্তাকে যাতে অবগত করা যায়। সকল তথ্য সার্ভিস সমুহঃ

১।  সব শ্রেনীর কৃষকের  জন্য কৃষি সহায়তা প্রদান

২। চাহিদা ভিত্তিক কৃষি সেবা প্রদান

৩। সব শ্রেনীর কৃষক দলের কাজ করা

৪। কৃষি গবেষনা  ও কৃষি সম্পসারন যোরদার করা

৫। উপযুক্ত কৃষি সম্পসার  প্রশিক্ষন প্রদান

৬। সমন্নতি কৃষি পদ্ধতি প্রদান

৭। পদশনী স্থাপন মাঠ দিবস ,কৃষক সমাবেশও কৃষক ব্যলির মাধ্যমে উন্নতচাষাবাদ সম্পকে উদ্ভব করন

৮। কৃষি বিষয়ক কর্মসুচী প্রনয়ন প্রক্রিয়া  বিকেন্দীকরনিএবং চাহিদা ভিত্তিক কৃষি সম্প্রসারন সেবা প্রদান

৯। গবেষনা লব্দ তথ্যও প্রযুক্তি সমূহ কৃষকেদের মাঝে সম্প্রসারন করা ও বিষয় ভিত্তিক প্রশিক্ষন প্রদান

১০। বিভিন্ন ধরনের সম্প্রসারন পদ্ধতি ব্যবহাররে মাধ্যমে কৃষি সম্প্রসারন সেবা কৃষকদের মাঝে পৌছে দেওয়া

১১। কৃষির সাথে সংস্লিষ্ট সরকারী বেসকারী প্রতিষ্ঠানের সম্মনয়ে মাধ্যমে কৃষি সম্প্রসারন কাযক্রম পরিচালনা করা।

১২। পরিবেশ সংরক্ষন ও পরিবেশ কৃষি ‍উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধিতি  প্রযোগে কৃষকদের সহায়তা করন।

১৩। বানিজ্যিক ভিত্তিতে কৃষিপন্য উৎপাদনে প্রয়োজনীয় পরামশ প্রদান

১৪। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ই-কৃষি সেবা কাযক্রম পরিচালনা করা।

১৫। কৃষি যান্ত্রিকরন মাটির স্বাস্থ্য রক্ষা করন।

১৬। কৃষি পূনবাসন কাযক্রম গ্রহনে কৃষকেদের সহায়তা প্রদান করা

১৭।প্রতিকুল আবহাওয়া ফসল রক্ষার্থে প্রয়োজনীয় পরামশ প্রদান।