Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

দর্শনীয় স্থান

ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে যে সকল দর্শনীয় স্থান রয়েছে ।

১। ইউ এন ও পার্কঃ ইউ এন ও পার্কটি বাগাতিপাড়া, উপজেলার বড়াল নদীল তীরে অবস্থিত। বড়াল নদী আর পার্ক মিলে যেন একটি মনোমুগ্ধকর চিত্রের সৃষ্টি করেছে। পার্কের প্রদান দর্শনীয় স্থান হলো বড়াল নদীর উপর দিয়ে বৃটিশ আমলের তৈরি হার্ডিং ব্রীজ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শতশত দর্শনার্থী  আসে এই মনোমুগ্ধকর পার্কটি দেখতে।

এই পার্কটির প্রধান দায়িত্বে রয়েছে বাগাতিপাড়া উপজেলার শ্রদ্ধেয় ইউ এন ও সার তার নাম তার শ্রদ্ধেয় পদমর্জাদার সাথে মিলরেখে এই পার্কের নাম করনকরা হয়েছে।

উ এন ও পার্ক, বাগাতিপাড়া, নাটোর। 

যোগাযোগ ব্যবস্থাঃ

১। নাটোর শহরের তেবাড়িয়া হাইওয়ে রাসত্মা হতে দক্ষিণ দিকে ২২ কিঃমিঃ।

২। বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হতে পশ্চিম দিকে ২৩ কিঃমিঃ।

৩। লালপুর উপজেলার গোপালপুর রেলগেট থেকে দক্ষিণ পশ্চিম দিকে ২০ কিঃমিঃ।

৪। বাঘা উপজেলার আড়ানী বাজার হতে পূর্ব দিকে ১০ কিঃমিঃ।

৫। আব্দুলপুর রেলজংশন হতে উত্তরদিকে ৫ কিঃমিঃ।

২। হিডেন পার্কঃ

হিডেন পার্ক ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনা পারের পূর্ব দিকে সাইলকোনা প্রাথমিক বিদ্যালয় এর সাথে অবস্থিত । বাগাতিপাড়া, উপজেলা হতে  ৪ কিমিঃ এবং নাটোর জেলা
 হতে ১১ কিমিঃ দুরত্বে অসস্থিত । হিডেন পার্ক এর প্রধান দর্শনীয় যে সকল উপাদান রছেয়ে তার মধ্যে প্রধান হলো বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধী ও বৃক্ষ জাতীয় গাছ।